Uncategorized

সরকারি গুদামে খাদ্যশস্য মজুতের পরিমাণ জানালেন খাদ্যমন্ত্রী


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। বর্তমানে সরকারি খাদ্যগুদামে ১৮.৫৪ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত রয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘বর্তমানে দেশের সরকারি গুদামে ১৮ লাখ ৫৪ হাজার ৪১০ টন খাদ্যশস্য মজুত রয়েছে। যেখানে ১৬ লাখ ৬০ হাজার ৬৫১ টন চাল এবং ১ হাজার ৯৩ হাজার ৭৫৯ টন গম রয়েছে।’

 

জরুরি খাদ্যশস্যের মজুত বাড়াতে সরকার সারা দেশে খাদ্য সংগ্রহ অভিযান শুরু করেছে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এ অভিযান ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।’

 

আরও পড়ুন: আগস্টে আকাশছোঁয়া খাদ্য মূল্যস্ফীতি, বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ

 

এ ছাড়া খাদ্যশস্য সংগ্রহের সময় সরকার কৃষকদের কাছ থেকে ৪ লাখ টন ধান এবং ১৪ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহ করবে বলেও জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার খাদ্য মজুত বাড়ানোর জন্য ২০২৩-২৪ অর্থবছরে ৬ লাখ টন গম ও ৫ লাখ টন চাল আমদানির লক্ষ্যে বাজেট বরাদ্দ দিয়েছে। পাশাপাশি দুই দরদাতার মাধ্যমে ১ লাখ টন গম আমদানিরও চুক্তি হয়েছে।’

 

দেশে খাদ্য ঘাটতির কোনো ঝুঁকি নেই জানিয়েছে খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে বিগত ২০২২-২৩ অর্থবছরে আউশ, আমন, বোরো, গমসহ মোট ৪০২.০৯ লাখ টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে। দেশে বর্তমানে বার্ষিক খাদ্য চাহিদা ২২০.৬০ লাখ টন।’



Source link

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *